ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফিজের কাটার জাদুতে তীরে এসে ডুবল আয়ারল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ০৫:৫৫

শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ একটা সময় জাতীয় দলে অটো চয়েস তকমা গায়ে মেখেই খেলেছিলেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। তবে শেষ কিছু সিরিজে ধুঁকতে থাকা ফিজ যেন নিজে হারিয়েই খুঁজেছেন। একাদশেও হয়ে উঠছিলেন অনিয়মিত। চলমান আয়ারল্যান্ড সিরিজেও সাইড বেঞ্চেই কাটাতে হয়েছে তাকে। তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েই যেন দল থেকে বাদ পড়ার রাগটা উগড়ে দিলেন। আইরিশ ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠে হারতে বসা ম্যাচে বাংলাদেশকে অসাধারণ এক জয় যেন এনে দিলেন।

চেমসফোর্ডে এদিন আগে ব্যাট করে, শেষ ১৩ রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৭৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিম ৪৫, লিটন দাস ও নাজমুল শান্ত করেন ৪৫ রান করে। 

জবাব দিতে নামা আইরিশরা পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নির হাফ সেঞ্চুরিতে ছিল লড়াইয়ে। একটা সময় যেন জয়টা সহজই মনে হচ্ছিল আইরিশদের জন্য। হারতে বসা ম্যাচে প্রথমে বাংলাদেশকে প্রাণ দেন নাজমুল শান্ত। ইনফর্ম হ্যারি টেক্টরকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। এরপর মুস্তাফিজুর রহমানের ভেল্কিতে ম্যাচ থেকেই ছিটকে যায় আইরিশরা। 

জিততে হলে শেষ দুই ওভারে আয়ারল্যান্ডকে মেলাতে হতো ২৪ রানের সমীকরণ। ৪৯তম ওভারে বোলিংয়ে এসে অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরী ১৪ রান খরচ করে জমিয়ে দেন ম্যাচ। তবে শেষ ওভারে হাসান মাহমুদের নার্ভ ধরে রাখা বোলিংয়ে ২৭০ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। ফলে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ জিতল বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।