ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টে আইরিশদের চেপে ধরেছে টাইগাররা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৮:১৩

দিনের প্রথম সেশনে সফল বাংলাদেশের বোলাররা। গেটি ইমেজ দিনের প্রথম সেশনে সফল বাংলাদেশের বোলাররা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে এদিন অভিষেক হয়েছে প্রায় হাফ ডজন ক্রিকেটারের। তাই অনেকটা অনভিজ্ঞ আইরিশদের পেয়ে বেশ ছেপেই ধরেছেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। যেখানে ৬৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে লাঞ্চে যায় সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে এদিন শরিফুল-খালেদদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। পেসার শরিফুল ইসলামের হাত ধরে দিনের শুরুতেই বাংলাদেশ পায় সাফল্য। দলীয় ১১ রানের মাথায় এই টাইগার পেসারের শিকার হয়ে ফিরেন ওপেনার মুরি কামিন্স। এরপর আক্রমণে এসেই উইকেট তুলে নেন আরেক পেসার এবাদত হোসেন। 

আইরিশ ওপেনার জেমস ম্যাককালাম ফিরেন ১৫ রান করে। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে আয়ারল্যান্ড। ঠান্ডা মেজাজে ব্যাট করতে থাকা বালবার্নিকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের তৃতীয় সাফল্য পাইয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম।

দলীয় ৪৮ রানের মাথায় বালবার্নি ফিরেন ব্যক্তিগত ১৬ রান। এরপর কার্টিস ক্যাম্পারের সঙ্গে জুটি গড়েন হ্যারি টেক্টর। এই দুজনের ব্যাটে লাঞ্চে যাওয়ার আগে আর কোন উইকেট হারায়নি আয়ারল্যান্ড। টেক্টর ১৮ ও ক্যাম্পার অপরাজিত আছেন ৯ রানে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।