ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আক্রমনাত্মক অ্যাপ্রোচ বদলাতে চায়না বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ১৫:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভয়ডরহীন ক্রিকেটের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। যার ধারাবাহিকতা চলমান ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেও। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচে দলীয় সংগ্রহ ছাড়িয়েছিল দুইশ’র কোটা। তবে তৃতীয় ম্যাচে স্কোরবোর্ডে বড় রান যোগ করতে পারেনি সাকিবের দল। 

শুরু থেকে নিয়মিত উইকেট হারালেও অ্যাটাকিং ক্রিকেট খেলার মানসিকতা সবার মাঝেই পরিলক্ষিত ছিল। দলের মূল ব্যাটাররা আউট হওয়ার পরেও তাসকিনের শুরুতেই ছয় মারার প্রয়াস বলে দেয় এই সংস্করণে বদলেছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানিয়েছেন অ্যাপ্রোচ বদলাতে চায়না তার দল। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক প্রশ্নে সাকিব বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই, তাতে এরকম হতে পারে। আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাই, কখনও কখনও তা কাজে লাগবে না। আজকে সেই দিন, যেদিন কার্যকর হয়নি।’

‘আমাদের অ্যাপ্রোচ আমি বদলাতে চাই না। আমরা যদি খুব ভালো দল হয়ে উঠতে চাই, এভাবেই আমাদের খেলে যাওয়া উচিত এবং ঠিক এটাই আমরা করছি। কখনও এটা কাজে লাগবে, কখনও আমরা ব্যর্থ হব। তবে এভাবেই হয় এটা।’

 

সাকিব আরও বলেন, ‘সত্যি বলতে, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দুটি ম্যাচে খুব ভালো করেছি। আমরা আমরা ভালো করতে পারিনি। দিনটি আমাদের ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত, তারা হাল ছাড়েনি এবং আজকের দিনটি ছিল তাদের।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।