ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ০০:৪৮

পাত্তাই পেল না আয়ারল্যান্ড। গেটি ইমেজ পাত্তাই পেল না আয়ারল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন ব্যাটিংয়েই জয়ের ভিত তৈরি করে দিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের রেকর্ডময় হাফসেঞ্চুরিতে ১৭ ওভারে ২০২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে সাকিবের স্পিন ঘূর্ণিতে খেই হারায় আয়ারল্যান্ড। সাকিবের ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেটে শিকারে ১২৫ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। ফলে ৭৭ রানের বিশাল জয়ে তিন ম্যাচে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ।

২০৩ রানের পাহাড় টপকাতে নেমে ইনিংসের প্রথম বলেই সফরকারীরা হারায় পল স্টার্লিংয়ের উইকেট। টাইগার পেসার তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরেন আইরিশ অধিনায়ক। এরপর সাকিবের স্পিন ভেল্কিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখে আয়ারল্যান্ডের ব্যাটাররা।

তাতেই ৪৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি৷ যার মধ্য একাই ৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার ইনিংসে ৫ উইকেট নেওয়ারও অন্যন্য কীর্তি গড়েন সাকিব।

বাকিদের অসহায় আত্নসমর্পণের দিনে একাই লড়াই করেন কার্টিস ক্যাম্পার। তবে পাননি কারো সঙ্গ। এই ব্যাটারের দৃঢ়তায় আইরিশরা পার করে একশ রানের গণ্ডি। হাফ সেঞ্চুরি তুলে নেন কার্টিস ক্যাম্পার। শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থামে ১২৫ রানে।

৭৭ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় সাকিব আল হাসানের দল। আয়ারল্যান্ডের পক্ষে ৩টি করে চার ও ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন ক্যাম্পার। এছাড়া হ্যারি টেক্টর ২২ ও গ্রাহাম হিউম করেন ২০ রান। বাংলাদেশের পক্ষে ২২ রান খরচ করে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ২৭ রান খরচায় তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।