টি-টোয়েন্টিতে সাকিবদের সমীহ করছে না আয়ারল্যান্ড
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৯:০২

নট আউট ডেস্কঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের লজ্জা পেয়েছে আয়ারল্যান্ড। তবে এই হার আত্মবিশ্বাস কমাতে পারেনি সফরকারীদের। যার ফলে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে খুব একটা সমীহ করছে না দলটি। আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বলেও জানিয়েছেন রস অ্যাডায়ার।
সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা অ্যাডায়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’
অ্যাডায়ার আরও বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’
উল্লেখ্যঃ আগামীকাল (সোমবার) ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২ টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: