ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০৩:৫০

ফাইল ছবি ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার ক্রাইস্টচার্চের লিঙ্কনে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড গত বিশ্বকাপের ফাইনালে খেলেছে। আর পাকিস্তান বরাবরই টি-২০’র ভালো দল।


তাদের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের দারুণ প্রস্তুতির আশা করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। হ্যাগলি ওভালের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাদৃশ্য দেখছেন তিনি।


মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিডন্স বলেছেন, ‘এর চেয়ে ভালো আর কিছু আমরা চাইতে পারতাম না। গত বিশ্বকাপের ফাইনালিস্ট দল নিউজিল্যান্ড।পাকিস্তানও শীর্ষ সারির দল, দুর্দান্ত টি-২০ দল। আমরা যদি ওদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকতে পারি।’


অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে হ্যাগলি ওভালের মিল পাচ্ছেন সিডন্স, ‘কন্ডিশন অনেকটা একই রকম। হ্যাগলির উইকেট অনেকটা অস্ট্রেলিয়ার মতোই হবে। অস্ট্রেলিয়ায় মৌসুমের শুরুটায় উইকেট যেরকম থাকে, এখানেও প্রায় একইরকম।’


তামিম-মুশফিক অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহও বাদ পড়েছেন। অপেক্ষাকৃত তরুণ দলটা নিয়ে আশাবাদী সিডন্স। বড় মঞ্চে এসব তরুণদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে তিনি।


অস্ট্রেলিয়ান এই ব্যাটিং কোচ বলেছেন, ‘আমাদের দলটা বেশ তরুণ। সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ অবসর নিয়েছে, কেউ এই সফরের দলে নেই। তবে তরুণ দলটা নিয়ে আমরা রোমাঞ্চিত। তাদের শেখার অনেক কিছু আছে। খুব ভালো ও শক্তিশালী দুটি দলের বিপক্ষে ওরা কেমন করে, দেখতে আমরা মুখিয়ে আছি।’


ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। এই সিরিজেও মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানই বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন। মঙ্গলবার সিডন্সের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।