ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞতার জোরে টি-২০ দলে সাব্বির

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২ ০৯:৩৮

সাব্বির রহমান। ফাইল ছবি সাব্বির রহমান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: নাই কোনো পারফরম্যান্স, ঘরোয়া ক্রিকেটেও একাদশ থেকে বাদ পড়েছেন। তিন বছর ধরে জাতীয় দলের বাইরে। তারপরও শনিবার এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়েছে সাব্বির রহমানের।  

বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচকদের কাছে সাব্বিরকে চেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার চাওয়াতেই কোনো পারফরম্যান্স ছাড়াই টি-২০ দলে ফেরানো হয়েছে ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন তিনি, বাংলাদেশ ‘এ’ দলের খেলবেন তিনি।

তবে সাব্বিরকে টি-২০ দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার কথা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকায় দলে ডাকা হয়েছে তাকে।

শনিবার সংবাদ সম্মেলনে নান্নু বলেছেন, ‘সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেয়া হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়।’

লিটন-সোহানের ইনজুরিও সাব্বিরের দলে আসার বিষয়টি সুগম করেছে। প্রধান নির্বাচক বলেছেন, ‘যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি সেদিক থেকে একজন বাড়তি মিডলঅর্ডার ব্যাটসম্যান দরকার। আর সাব্বিরকে ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি, সেখানে খেলে সে আন্তর্জাতিক আবহ আরেকটু পাবে। সেটা সে জাতীয় দলে কাজে লাগাতে পারবে। সাব্বির ডিপিএলে খুব একটা খারাপ খেলেনি। এরপর তো সে নার্সিংয়ে আছে টাইগার্সে, এরপর ‘এ’ দলে। এই অভিজ্ঞতা তার জন্য বিরাট পাওয়া। এগুলো কাজে লাগিয়ে সে জাতীয় দলে অবশ্যই ভাল করবে।’

একটা সময় টি-২০ স্পেশালিস্ট ধরা হতো সাব্বিরকে। অবশ্য পড়তি ফর্ম, অনিয়ন্ত্রিত জীবনের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। শেষ ২০১৯ সালে জাতীয় দলে খেলেছেন তিনি। ২০১৪ সালে অভিষেক হওয়া ৪৪ টি-২০ তে ৯৪৬ রান করেছেন সাব্বির। যেখানে হাফ সেঞ্চুরি ৪টি, স্ট্রাইক রেট ১২০.৮১, ব্যাটিং গড় ২৪.৮৯।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।