ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে সুযোগ আসতে পারে সৌম্য-সাব্বিরের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ০৫:০০

জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার। ছবি সংগৃহীত জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলে চলছে সামগ্রিক সমস্যা। ইনজুরিতে লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে নিজেকে থিতু করতেও ব্যর্থ মুনিম শাহরিয়ার। সিনিয়রদের বিশ্রাম দিয়ে সাজানো দলের টি-টোয়েন্টি সিরিজ হার। তামিমের অবসের পর লিটনের শঙ্কার কারনে পরীক্ষিত ওপেনারের অভাব।

 

দলের এমন অবস্থায় এশিয়া কাপের মত বড় টূর্ণামেন্টে কেমন দল দিবে বিসিবি সেটিই এখন বড় প্রশ্ন। যদিও দিন দুয়েক আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, দল ঠিক করা আছে। তবে খেলোয়াড়দের ইনজুরির কারনে নিশ্চয়ই কিছুটা হলেও পরিবর্তন আনতে হবে পরিকল্পনায়। তার ফলেই এশিয়া কাপে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। 

দেশের এক গণমাধ্যমকে বিসিবির জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, 'এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।'

আন্তর্জাতিক ক্যারিয়ারে সৌম্য সরকার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অপরদিকে তিন বছর আগে খেলেছেন সাব্বির রহমান।জাতীয় দলে ফিরতে হলে সৌম্য ও সাব্বিরের জন্য শর্ত- ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ভালো খেলতে হবে তাদের।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।