ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা স্টেডিয়ামের পরামর্শক নিয়োগ চলতি মাসেই

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৬:৪০

পূর্বাচলে নির্মিত হচ্ছে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি পূর্বাচলে নির্মিত হচ্ছে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইনের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে চলতি মাসেই। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। 

স্টেডিয়ামের ডিজাইনের কাজ করতে আগ্রহী দুই অস্ট্রেলিয়ান কোম্পানি। গত রোববার (১৭ জুলাই) বোর্ড সভায় প্রেজেন্টেশন দিয়েছে কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার। ৭ দিনের মধ্যে তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়ার কথা। আগামী ২৮ জুলাই এই প্রক্রিয়া শেষ হবে। আর্থিক প্রস্তাব দেখার পর একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হবে। 

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) তৈরি করা হয়েছে, তারা পরের ধাপে ফিনানন্সিয়াল অফার (আর্থিক প্রস্তাব) খুলে এবং পূর্ণ মূল্যায়নটা যখন দিবে তারপর বোর্ড সিদ্ধান্ত নিবে। আর্থিক প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুলাই। তারপর তারা রিপোর্ট দিবে বোর্ডকে।’

তিনি আরও জানান, ‘আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের একটা ধাপই বাকি। এই প্রক্রিয়াটা ২৮ জুলাই শেষ হবে। তারপরই পরবর্তী কর্মপন্থা ঠিক হবে।’

এসবের পর ৬ মাস লাগতে পারে স্টেডিয়ামের ড্রয়িং-ডিজাইন চূড়ান্ত করতে। তারপরই মূলত স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। 

স্টেডিয়াম নির্মাণের কাজ চলতি বছরে শুরু হচ্ছে না। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা আন্তর্জাতিক পরামর্শকের বিষয়টা চূড়ান্ত করে ফেলতে পারি, তাহলে আগামী ৬ মাসের মধ্যে টার্গেট আছে আমরা পূর্ণাঙ্গ ড্রয়িং-ডিজাইনটা আমরা নিশ্চিত করে ফেলবো। তারপরই বোঝা যাবে এটাকে বাস্তবায়ন করতে, শেষ করতে কত সময় লাগবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।