ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

একই মানুষ বারবার ক্যাচ মিস করা তামিমের চোখে খারাপ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৬:৩৫

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: গায়ানায় প্রথম ওয়ানডেতে ১১০ রানে ৯ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত স্বাগতিকরা করেছে ১৪৯ রান৷ অর্থাৎ শেষ উইকেটে যোগ হয়েছে ৩৯ রান৷ এই যোগ করা রানে ব্যাটারদের সুযোগ সৃষ্টি করে দিয়েছে ফিল্ডাররা৷ এই সময়ে ক্যাচ মিস করেছে তিনটি৷ পুরো ম্যাচ মিলে সংখ্যাটি চার৷

বাংলাদেশের ক্যাচ মিস নতুন কিছু নয়৷ তবে এই রোগে আক্রান্ত নিয়ে চিন্তিত অধিনায়ক তামিম ইকবাল৷ তামিমের মতে অনুশীলনে সমস্যা না থাকলেও মাঠে ক্যাচ মিস হচ্ছে৷

এ প্রসঙ্গে ম্যাচ শেষে তামিম জানান, ‘অবশ্যই আমরা জিতেছি। এখানে অনেক কিছু আছে যেখানে আমরা ভালো করতে পারি। একটা ভালো কন্ডিশনে আরও বড় টিমের সাথে এই ক্যাচগুলো কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। আমি অধিনায়ক হওয়ার পর বলেছি যে, এই একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। হয় এটা বন্ধ হতে হবে, না হয় কমে আসতে হবে। চারটা ক্যাচ মিস না হলে সম্ভবত আমরা ১১৫ রান তাড়া করতাম।’

তিনি আরও যোগ করেন,‘এই একটা বিষয় আমাদের সিরিয়াসলি দেখতে হবে। কি হচ্ছে আসলে। অনুশীলনে তো কোনো সমস্যা দেখছি না। অবাক করা বিষয় হলো ক্যাচগুলো কিন্তু একই মানুষ মিস করতেছে। যেটা খুবই খারাপ বিষয়। সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে এটা যাতে সব ম্যাচেই না ঘটে।’ 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।