ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লাঞ্চের আগে বিপর্যয়ে বাংলাদেশ, আরেকবার লড়াইয়ে মুশফিক-লিটন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২২ ২২:৪৪

লিটনের সঙ্গে জুটি বেঁধেছে মুশফিক৷ ছবি সংগৃহীত লিটনের সঙ্গে জুটি বেঁধেছে মুশফিক৷ ছবি সংগৃহীত

মিরপুর টেস্টে শেষ পাঁচ ম্যাচে রান তাড়া করে ম্যাচ জয়ের সংখ্যা মাত্র একটি৷ তাই বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের আগে আলোচনায় ছিল টস পর্ব৷ টসে মুমিনুল যখন জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তখন প্রশান্তি ছিল সবখানেই৷ তবে খানিক বাদেই বদলে যায় সমস্তকিছু৷

সকালের শুরু লঙ্কান পেসারদের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানে ৫ উইকেট বাংলাদেশের শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের দুজনের ৪২ রানের অবিচ্ছন্ন জুটিতে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ৫ উইকেটে ৬৬ রান। লিটন ২৬ এবং মুশফিক অপরাজিত ২২ রানে।

বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

শ্রীলঙ্কা: ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।