ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মিরপুরে স্পিনারদের রাজত্ব, ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ টস

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৩ মে ২০২২ ০৪:২৫

এলিট ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে তামিম৷ ছবি সংগৃহীত এলিট ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে তামিম৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও এই মাঠেই বেশিরভাহ সফলতা রয়েছে তামিম-সাকিব তথা পুরো বাংলাদেশের৷ সাদা ও রঙিন দুই পোষাকেই রয়েছে বেশ কিছু স্মরণীয় জয়ের মুহূর্ত্ব৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত দলকে টেস্টে হারানোর সুখস্মৃতি রয়েছে এই মাঠেই৷ এই মাঠের চিরন্তন সত্য হলো স্পিনাররা এখানে পেসারদের তুলনায় বেশি সুবিধা পায়৷ বিশেষ করে সাদা পোষাকে শেষ দুই দিনে স্পিনারদের কল্যাণে বদলে যায় ম্যাচের দৃশ্যপট৷ সর্বশেষ পাঁচ টেস্ট ম্যাচের চিত্র বিশ্লেষণে প্রমাণ হয় এমনটিই৷

২০১৮ সালের নভেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর, জিম্বাবুয়ে দিয়ে শুরু ও পাকিস্তান দিয়ে শেষ ৷ এই সময়ে পাঁচ টেস্ট ম্যাচে বাংলাদেশের জয় তিনটিতে অপরদিকে হার দুই টিতে৷ তবে সবচেয়ে আকর্ষণীয় ও মজার বিষয় যেটি তা হলো জয়লাভ করা ম্যাচগুলোতে টসে জিতে প্রথমে ব্যাটিং করেছে টিম টাইগার, বাকি দুই ম্যাচে টস হেরে পরে ব্যাটিং করার কারনে আসেনি জয়৷ অর্থ্যাৎ এই মাঠে টেস্টে রান তাড়া করে বিজয়ের উৎযাপন করা সহজ কোন বিষয় নয়৷

সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান নিচে আলোচনা করা হলো:

প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ৷ ব্যাট হাতে বাংলাদেশীদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম৷ ম্যাচ সেরা ব্যাটার হলেও পেসারদের তুলনায় স্পিনাররা সফল ছিল বেশি৷ ম্যাচে পেসারদের ১৩ উইকেটের বিপরীতে স্পিনারদের সংগ্রহ ছিল ১৭ উইকেট৷

দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আরেকবার সফল বাংলাদেশ৷ সফরকারীদের বিপক্ষে জয় ছিল ইনিংস ও ১৮৪ রানে৷ দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় মেহেদি হাসান মিরাজ৷ এছাড়াও ম্যাচে পেসাররা যেখানে নিয়েছিল ৭ উইকেট সেখানে স্পিনারদের ঝুলিতে ছিল ২৩ উইকেট৷

তৃতীয় ম্যাচে ম্যাচ সেরা হয় মুশফিকুর রহিম৷ ব্যাট হাতে ইনিংসকে পরিণত করেন ২০৩ রানে৷ যার কল্যাণে বড় পরে ব্যাটিং করেও বড় সংগ্রহ তোলে বাংলাদেশ৷ জয় আসে ইনিংস ও ১০৬ রানে৷ ম্যাচে স্পিনাররা ১৫ উইকেট নিলেও পেসাররা নেয় ৯ উইকেট৷ সর্বশেষ পাঁচ টেস্টে শুধুমাত্র এই ম্যাচেই পরে ব্যাটিং করে জিতেছে কোন দল৷

চতুর্থ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৭ রানের হার ছিল বাংলাদেশের৷ সফরকারী স্পিনার রকিম কর্ণওয়ালের ৯ উইকেট সংগ্রহের কল্যাণে নিজেদের কঠিন ম্যাচেও জয় পায় উইন্ডিজ৷ ম্যাচ সেরা হয় কর্ণওয়াল৷ এছড়াও এই ম্যাচেও পেসারদের তুলনায় বেশি উইকেট তুলেন স্পিনাররা৷ স্পিনারদের ২২ উইকেটের বিপরীতে পেসারদের সংগ্রহ ছিল ১৮ উইকেট৷

পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরাজয় ইনিংস ও ৮ রানে ৷ ম্যাচ সেরা পাক স্পিনার সাজিদ খাঁন বল হাতে নেন ১২ উইকেট৷ এই ম্যাচেও এগিয়ে পিছিয়ে ছিলেন পেসাররা৷ যেখানে স্পিনারদের দখলে ছিল ১৫ উইকেট, সেখানে পেসারদের দখলে ৭ উইকেট৷

শেষ পাঁচ ম্যাচের দৃশ্যপটে দেখা যায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার কল্যাণে চার ম্যাচ জয় পেয়েছে দলগুলো৷ অপরদিকে রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড মাত্র একটি৷ এছাড়াও প্রতি ম্যাচেই স্পিনাররা রাজত্ব করেছেন ব্যাটারদের বিপক্ষে৷ তাই স্বাভাবিকভাবে বলা যায় বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের ফলাফলে টস অনেক বড় প্রভাব ফেলবে৷

মিরপুরে সর্বশেষ পাঁচ টেস্টে পেসারদের দখলে ৫৪ উইকেট, অপরদিকে ৯২ উইকেট রয়েছে স্পিনারদের৷ এই পরিসংখ্যানে যেখানে পেসাররা নিয়েছে ১ বার উইকেট সেখানে স্পিনাররা নিয়েছে ৭ বার পাঁচ উইকট৷

মিরপুরের এই পাঁচ টেস্টে রানের গড় প্রায় ৯৫০৷ পাঁচ টেস্টের ১৭ ইনিংসে গড় রান প্রায় ২৮০৷ টস জিতে প্রথমে ব্যাটিং করা দলের প্রথম ইনিংসের গড় প্রায় ৪০১ রান৷

অতীতেত ম্যাচ রেকর্ড ম্যাচ জিততে বরাবরে মূখ্য ভূমিকা রাখে৷ তাই আরেকবা বলা যায় আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকার দ্বিতীয় টেস্টের ফলাফল ঝুলে আছে টস নামক ভাগ্যের উপর৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।