ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২২ ২৩:৩৪

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি সংগৃহীত শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিজ দেশে যখন চলছে আর্থিক সংকট তখনো ক্রিকেটকে সমান তালে চালিয়ে নিয়ে যাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৮ মে) সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা। তবে সাড়ে ১১টায় আসার কথা থাকলেও সাড়ে ১২টায় পৌঁছায় দলটি।

প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। বাংলাদেশ প্রস্তুতি নেবে সাগরিকার পাড়ে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। ৯ মে থেকে শুরু হবে প্রস্তুতি।


শ্রীলঙ্কা ঢাকায় অবস্থান করবে। ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিসিবি একাদশের নেতৃত্বে থাকবে মোহাম্মদ মিঠুন। দুই দিনের এই লড়াইয়ের মাধ্যমে জাতীয় দলের আরও কাছে এসেছে ডিপিএলে ইতিহাস তৈরী করা এনামুল হক বিজয়। এছাড়াও রয়েছে লবিং ইস্যুতে আলোচনার জন্ম দেওয়া আবু জায়েদ চৌধুরী রাহী।  

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৩ মে থেকে।

শ্রীলঙ্কা স্কোয়াড:

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।