ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য নয়: এলগার

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ১৪:২০

ডিন এলগার। ফাইল ছবি ডিন এলগার। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মাদিবার রাষ্ট্রে তাদের বিপক্ষে একটি জয়ের লড়াই বাংলাদেশের দীর্ঘদিনের৷ সেই জয় এসেছে এবারের সফরে৷ কথায় কাজে আছে কষ্টের ফল সুমিষ্ট হয় ৷ সেই কথাটি যেন বাস্তবে মিলেছে ৷ ম্যাচ জয়ের সাথে সিরিজ জয়ও করেছে টাইগাররা৷ সেই অনুপ্রেরণা নিয়ে সাদা পোষাকে সংগ্রাম শুরু করলেও শেষ পর্যন্ত কা কাজে আসেনি৷ 

আল্টিম্যাট ফরম্যাটের প্রথম ম্যাচ শেষে বাংলাদেশের অভিযোগ নিয়ে৷ সাকিব আল হাসানের টুইটের পর এই অভিযোগ আরও জটিল আকার ধারন করে ৷ বাংলার কাপ্তান মমিনুলেও দাবি করেন স্লেজিংয়ের পাশাপাশি স্বাগতিকেরা খারাপ ভাষা ব্যবহার করেছিল৷ তবে এমন অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েন ডিন এলগার ৷ 

আগামীকাল পোর্ট এলিজাবেথে শুরু হবে সফরের সর্বশেষ ম্যাচ৷ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডিন এলগার বলেন, 'ক্রিকেটে স্লেজিং ছিল, আছে এবং থাকবে। টেস্ট ক্রিকেটে সেটা আরো বেশি পরিমাণেই হয়ে থাকে। আমাদের বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার কোন ভিত্তি নেই৷'

বাংলাদেশ দলের টেস্ট মানসিকতা নিয়ে স্বাগতিক দলপতি বলেন, 'বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে খেলতে অভ্যস্ত নয় ৷ পাঁচদিনের এই ম্যাচ খেলতে যে যোগ্যতা প্রয়েজন তা তাদের নেই৷ তাদের আরও যোগ্য হতে হবে৷'

টেস্ট ক্রিকেট বিষয়ে এলগার বলেন, 'এটাই টেস্ট ক্রিকেট। এই স্তরে এসে খেলাটাই হয় পৌরুষদীপ্ত এবং আমি এখনো খেলাটি কঠোরভাবেই খেলতে চাই। তবে এর মানে এই নয় যে আমরা গালাগাল করব, বাজে ভাষায় কথা বলব। কারণ আমরা তাদের সম্মান করি। আমরা শুধু জবাব দিচ্ছিলাম, কারণ আমাদেরও স্লেজিং করা হয়েছে। আমার মনে হয় ওদের আরো কঠোর হওয়া উচিত। হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।'

 

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।