ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাকিবকে মাশরাফির ‘স্যালুট’

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৩:২৩

সাকিব এবং মাশরাফি। ফাইল ছবি সাকিব এবং মাশরাফি। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ পরিবারের সিংহভাগ সদস্য অসুস্থ ছিলেন। দক্ষিণ আফ্রিকায় বসে এমন খবর পেয়েছিলেন সাকিব আল হাসান। তারপরও দেশের হয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলেছেন এবং প্রশংসিত হয়েছেন দেশজুড়ে। ওয়ানডে সিরিজ জিতে আবারও ঢাকায় ফিরেছেন সাকিব।

পরিবারের এমন কঠিন সময়ে দেশের জন্য খেলায় সাকিবকে টুপিখোলা অভিনন্দন ও স্যালুট জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আজ মিরপুর স্টেডিয়ামে সাবেক এ অধিনায়ক বলেন, ‘সাকিবের বাসার ৪-৫ জন অসুস্থ ছিল। সাকিবের এই ত্যাগ আলাদা করে দেখতে হবে। কারণ সে চাইলেই চলে আসতে পারত। সে ঐ সময় দলের সাথে থেকে দলকে সাপোর্ট দিয়েছে। এটা অবিশ্বাস্য। একজন দুজন না, পরিবারের সবাই অসুস্থ ছিল। সবচেয়ে বড় ব্যাপার ও সিরিজটা জিততে চেয়েছিল। আমার পয়েন্ট অব ভিউ থেকে বলাটা একটু স্বার্থপরের মত হয়ে যাবে। দিনশেষে পরিবারের সবাই অসুস্থ ছিল। তবে এটা সাকিবেরই কল ছিল আর সাকিব দুই পাশ সামলে দারুণভাবে নিতে পেরেছে, এজন্য সাকিবকে স্যালুট।’

দেশের হয়ে সিরিজ জিততে মরিয়া ছিলেন সাকিব। তাই সিরিজের শেষ ম্যাচটাও খেলেছেন তিনি। মাশরাফি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা স্বার্থপরের মতো বলা হয়ে যাবে, আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব দুই দিক সামলে দারুণভাবে নিতে পেরেছে, এটা আমি মনে করি হ্যাটস অফ টু সাকিব।’

এখন ঢাকায় আছেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট খেলতে আবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দেয়ার কথা রয়েছে তার।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।