ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে ক্ষেপলেন সাকিব, দেখতে বললেন পরিসংখ্যান

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ২০:৪৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের পেসাররা। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে টাইগারদের পেস বোলিং ইউনিট সমীহ জাগানিয়া। পেস বান্ধব কন্ডিশনে তো বটেই, দেশেও এখন তারা পাচ্ছেন সাফল্যের দেখা।

দেশে পেসাররা 'কার্যকরী নন' শুনে ক্ষেপলেন সাকিব। সাকিব মনে করেন, দেশেও এখন পেসাররা যথেষ্ট কার্যকরী। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্য এসেছে পেসারদের হাত ধরে। হোম সিরিজগুলোতেও এখন পেসাররা পান বাড়তি গুরুত্ব, পারফরম্যান্সের দিচ্ছেন সেই আস্থার প্রতিদান। তবুও বিদেশের মাটিতে পেসাররা যেমন সফল, দেশে তেমন দফল নন- এক গণমাধ্যমকর্মীর এমন বক্তব্য ছিল সাকিব আল হাসানের প্রতি। তাতে মেজাজ হারিয়ে সাকিব জানালেন, বাংলাদেশের পেসাররা এখন বাংলাদেশেও সফল।

পরিবারের একাধিক সদস্য শারীরিক অসুস্থতায় ভোগায় বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দেশে ফেরেন সাকিব। এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে পেসারদের দেশের মাটিতে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললে নাখোশ হন তিনি।

তিনি বলেন, ‘আমার ধারণা আপনি বোধহয় পরিসংখ্যান দেখেন না কিংবা জানেনও না কী হয় খেলায়। খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে। আপনি পেস বোলারদের পরিসংখ্যান দেখেন তারপর এটা নিয়ে বলতে আইসেন। দেশের মাটিতে গত ১-২-৩ বছরে আমাদের পেস বোলাররা কত ভালো করেছে। হোমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সম্ভবত মুস্তাফিজের। এরকম একজন বোলার আছে। তাসকিন ভালো করছে, শরিফুল ভালো করছে, সাইফউদ্দিন যখন খেলেছে ভালো করেছে। যে যখন সুযোগ পেয়েছে সবাই ভালো বোলিং করছে।’

জানি না আপনি কোন জায়গা থেকে এটা বলেছেন। গত সিরিজেও তো স্পিনারদের চেয়ে পেসাররা বেশি উইকেট পেয়েছে।’

পেসারদের ফর্মের কারণে টিম ম্যানেজমেন্টও এখন আস্থা রাখার সাহস পাচ্ছে। অথচ একটা সময় স্পিনাররাই ছিলেন বোলিং ইউনিটের তুরুপের তাস।

সাকিব আরও বলেন, ‘গত বেশ কিছু দিন ধরেই পেসাররা ভালো করছে, যে কারণে নিউজিল্যান্ডে টেস্ট জিততে পেরেছিলাম। পেস বোলারদের প্রতি এখন টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের অনেক বেশি আস্থা আছে। পেস বোলাররা সেই প্রতিদানও দিচ্ছে।'

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।