ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টিকে থাকার দিনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪০

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে হারের পর চাপে ছিল বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে লড়বে সাকিব বাহিনী। এই ম্যাচ হারলে টূর্ণামেন্ট থেকে অনেকটা পিছিয়ে পড়বে বাংলাদেশ। 

ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যাটিং পজিশনেও আসবে রদবদল।

ওপেনিংয়ে দারুণ শুরুর লক্ষ্যেই এই ম্যাচে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিজয়কে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন নাঈম শেখ।

এ ছাড়া লঙ্কানদের বিপক্ষে ওয়ান-ডাউনে আফিফকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিজের আগের পজিশনে ফিরতে পারেন আগের দুই ম্যাচে ওপেন করা মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তাই শিরোপা মিশনে টাইগারদের আরেক প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...