ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানকে হুমকি দিয়েছিল বিসিসিআই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

 

নট আউট ডেস্কঃ পাকিস্তানের সাথে সহ-আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। এমন একটি সময়ে দেশটিতে খেলা দেওয়া হয়েছে যখন প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে বাতিল হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। যার ফলে পরিবর্তন করা হচ্ছে ভেন্যু। এশিয়া কাপের মাঝে এক বিষ্ফোরক মন্তব্য করেছেন পিসিবি সাবেক প্রধান নাজাম শেঠি। এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে হুমকি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন। 

এক টুইট বার্তায় তিনি লেখেন- ‘আমি তিনবার অনুরোধ করেছিলাম, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরো দমে শুরু হয়েছে। তাই এখানেই এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করার জন্য। এটা যখন মানা হয়নি, তখন বলেছিলাম পাঁচটি ম্যাচ পাকিস্তানে আর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জন্য। সেটাও বাতিল করে দেওয়া হয়। আমাদের হুমকি দেওয়া হয় যে, আমরা যদি ভারতের সিদ্ধান্ত মেনে না নিই তাহলে পুরো এশিয়া কাপ শ্রীলংকাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হবে।’

নাজাম শেঠি আরও লেখেন- ‘ভারতের এমন মনোভাব দেখে আমরা তখন বলেছিলাম এশিয়া কাপ খেলব না। তখন চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি ম্যাচ শ্রীলংকায় আয়োজন করার কথা বলা হয়। আমরা বারবার বলেছি যে, শ্রীলংকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচের ফলাফলের ওপর প্রভাব পড়বে। মাঠে বেশি দর্শকও হবে না। শ্রীলংকার আর্থিক অবস্থাও ভালো না। আমিরশাহীতে আয়োজন করলে মাঠে দর্শক বেশি হবে।’

তিনি আরও লেখেন- ‘জয় শাহ আমিরাতে এশিয়া কাপ করতে রাজি হননি। এশিয়া কাপের জন্য কেন শ্রীলংকাকে বেছে নেওয়া হলো, তার উত্তর একমাত্র জয় শাহই দিতে পারবেন। তাছাড়া শ্রীলংকার যে মাঠগুলো এশিয়া কাপের জন্য বেছে নেওয়া হয়, তাতেও সমস্যা রয়েছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...