ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিবের মতই ভুল করলেন রোহিত !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত-পাকিস্তান মহারণ শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্যান্ডির উইকেট আর বৃষ্টি শঙ্কা থাকার পরেও প্রথমে ব্যাট করতে চাওয়া দুঃসাহস বটেই। একই দুঃসাহস দেখিয়েছিল সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ম্যাচও হারতে হয় বাংলাদেশকে। 

 

টস জিতে শাহিন আফ্রিদির প্রথম বল মোকাবেলা করেন রোহিত শর্মা। চতুর্থ ওভার পর্যন্ত ঠিকঠাক সবকিছু। এরপরই বৃষ্টির হানায় বন্ধ খেলা। বৃষ্টি শেষে যখন মাঠে খেলা ফিরলো তখন ভয়ঙ্কর রূপে হাজির হলেন শাহিন শাহ আফ্রিদি। কয়েক বলের ব্যবধানে তুলে নিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট। 

 

ম্যাচ চলাকালীন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় ৯০ শতাংশ। অর্থাৎ বৃষ্টি বাঁধায় ম্যাচ বন্ধ হবে। আবার শুরু হবে। এমন পরিস্থিতিতে বারবার বন্ধ হতে পারে খেলায়। মনসংযোগের ব্যাঘাত ঘটতে পারে ব্যাটিংয়ে। তবুও কেন রোহিত প্রথমে ব্যাটিং নিলেন, ভারতীয় সমর্থক হলে এমন প্রশ্ন আপনি করতেই পারেন। 

 

বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...