ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপে রান তুলে সেরা যারা...

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ১৮:২১

ফাইল ছবি ফাইল ছবি

মশিউর রহমান শাওন: চলতি মাসে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপ ১৬ তম আসরের৷ ওয়ানডে সংস্করণে চিন্তা করলে এটি হবে ১৪তম আসর৷ কেননা এর আগে দুইবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ৷ এশীয়দের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সবচেয়ে সফল ভারতীয় ক্রিকেট দল৷

সবমিলিয়ে ১৫ আসরের ৭টিতে সফল ভারত৷ ভারতের সাথে প্রায় সমানতালে লড়ছে শ্রীলঙ্কা৷ লঙ্কানরা ট্রফি জিতেছে ৬ বার৷ অপরদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিজয় উল্লাস দুইবার৷

১৯৮৬ সাল থেকে এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশ রানারআপ হয়েছে তিনবার৷ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা এখনও স্বপ্ন দলটির কাছে৷

এশিয়া কাপে সেরা দল ভারত৷ তবে সর্বোচ্চ রান সংগ্রহে সেরা দুইয়ে লঙ্কানদের রাজত্ব৷ একনজরে দেখাযাক সেরা পাঁচ (ওয়ানডে সংস্করণ)৷

  • সনাথ জয়সুরিয়া:

লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া ২৫ ম্যাচে করেছেন ১২২০ রান৷ এশিয়া কাপে যা ব্যক্তিগত সর্বোচ্চ৷

২০১১ সালে তিনি বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে৷ গত ১ যুগে সাফল্যের দখল তার কাছে৷

 

  • কুমার সাঙ্গাকারা :

এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কুমার সাঙ্গাকারা৷ লঙ্কান গ্রেট ২৪ ম্যাচে করেছেন ১০৭৫ রান৷

২০১৪ সালে আন্তর্জাতিক অধ্যায়ে ইতি টানেন তিনি৷

 

  • শচীন টেন্ডুলকার :

ব্যাট হাতে নিজেকে ক্রিকেট বিধাতার আসনে বসিয়েছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার৷ এশিয়া কাপে ব্যক্তিগত রান সংগ্রাহকের বিচারে তিনি নাম্বার তিনি৷

২০১২ সালে অবসরের আগে ২৩ ম্যাচে করেছেন ৯৭১ রান৷

 

  • শোয়েব মালিক:

পাকিস্তান ক্রিকেটে বড় নাম শোয়েব মালিক৷ এশিয়া কাপে ১৫ ম্যাচে করেছেন ৭৮৬ রান৷ আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও জাতীয় দলে জায়গা নেই৷ 

এই অলরাউন্ডারের বয়স চলছে ৪২, একই সাথে দীর্ঘদিন দলের বাইরে৷

 

  • রোহিত শর্মা:

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন তালিকার পাঁচে৷ ২২ ম্যাচে করেছেন ৭৪৫ রান৷



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...