ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৯

গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ২০২২ নারী এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশে। আগামী ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিবে মোট সাতটি দেশ।

এবার নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এছাড়া প্রথম দিনে মাঠে নামছে এশিয়া কাপের ইতিহাসের অন্যতম সফল দল ভারতও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনই অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। ১৫ দিনের এই মহাযজ্ঞে অনুষ্ঠিত হবে মোট ২৪টি ম্যাচ।

আগামী ১ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়৷ দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় ভারতের মুখোমুখি হবে সদ্য ছেলেদের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা। একদিন বাদেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানারা। 

এছাড়া আগামী ৬ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে মালেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। একদিন বাদেই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ভারতের মোকাবিলা করবে বাঘিনীরা। আগামী ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগের লড়াই শেষ শীর্ষ চার দল খেলবে এশিয়া কাপের সেমি-ফাইনালে। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের। স্বাগতিক বাংলাদেশ ছাড়া এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু শহর সিলেটে পৌঁছাবে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। ছবি: এসিসি

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...