এগিয়ে এসেছে বাংলাদেশের পাকিস্তান সফর
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ২৩:০৫
নট আউট ডেস্কঃ দুই টেস্টের সিরিজ খেলতে আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সিরিজ খেলতে আগে ভাগেই দেশটিতে পা রাখছে নাজমুল শান্তর দল। দেশের মাটিতে ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে গেলেও, নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা হয়নি কোচিং স্টাফের সদস্যদের। তাই এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর।
সব ঠিক থাকলে বাংলাদেশ দল আগামীকাল (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। সেখানেই আগামী ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে শান্তরা। এরপর আগামী ১৮-২০ আগস্ট ইসলামাবাদে অনুশীলন করবেন তারা। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, ‘ক্রীড়া শুধু প্রতিযোগিতা এবং হার-জিত নয়। এটা বন্ধুত্বও বটে। আমরা আশা করছি, কদিন বেশি অনুশীলন করতে পারলে তাদের ক্রিকেটাররা সেরাটা দেখাতে পারবে। বিসিবি আমাদের প্রস্তাবে সাড়া দেওয়ায় আমরা আনন্দিত।’
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...
ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: