ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতৃত্বে সাকিব, রশিদ বলছেন এটাই গড়ে দিতে পারে পার্থক্য

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২২:২০

সংবাদ সম্মেলনে রশিদ খান। ছবি সংগৃহীত সংবাদ সম্মেলনে রশিদ খান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের যেভাবে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান, তাতে খানিকটা হলেও চাপে পড়ার কথা বাংলাদেশের। তবে লঙ্কানদের হেসেখেলে হারালেও, বাংলাদেশ ম্যাচের আগে পা মাটিতেই রাখতে চাইছে দলটি। নতুন উদ্যমেই শুরু করতে চায় বাংলাদেশের বিপক্ষে। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমে এসে আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান বলেছেন, শ্রীলঙ্কা ম্যাচ এখন তাদের কাছে অতীত। পা মাটিতে রেখেই লড়তে চায় বাংলাদেশের বিপক্ষে। 

আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচে পরিষ্কার ফেভারিট আফগানিস্তানই। মুখোমুখি পরিসংখ্যানও কথা বলছে দলটির পক্ষে। তবে আজ (মঙ্গলবার) শারজাতে নামার আগে আফগানদের জন্য দুশ্চিন্তা টাইগার কাপ্তান সাকিব আল হাসান। লঙ্কানদের হারিয়ে আফগানদের আত্নবিশ্বাস তুঙ্গে থাকলেও, সাকিবেই যত ভয় দলটির। রশিদ খানও মানছেন সাকিবই গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য। 

সংবাদ সম্মেলনে রশিদ খান বলেছেন, ‘সাকিব ওদের দলকে নেতৃত্ব দিচ্ছে এখন। ওদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সে এবং এমন একজনের নেতৃত্বে ফেরা অবশ্যই অনেক সহায়ক হয় দলের জন্য। অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা।’

সাকিবকে সমীহ করলেও, নিজেদের প্রক্রিয়া ঠিক রাখাতেই বদ্ধ পরিকর রশিদ খানরা। ম্যাচের ফলাফল যাই হোক মাঠে নিজেদেরকে দিতে চান শতভাগ। 

তিনি আরও বলেছেন, ‘তবে আমরা এসব নিয়ে কখনও ভাবি না। পুরোটাই হলো নিজেদের প্রক্রিয়া ঠিক রাখার ব্যাপার, আমরা সেটাই চেষ্টা করি। নিজেদের ভূমিকা আমরা জানি, মাঠে কী করতে হবে, এটা জানা আছে। এসবেই আমাদের মনোযোগ। আমরা জিততে পরব নাকি ওরা জিতবে, এসব আমাদের ভাবনায় নেই। প্রক্রিয়া ঠিক রেখে আমরা নিজেদের শতভাগ দেব এবং উপভোগ করব।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...