ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চায় না বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ২৩:১০

জস বাটলার। ছবি সংগৃহীত জস বাটলার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শেষের শুরু হচ্ছে বুধবার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুর দুইটায় মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ক্রিকেট দুনিয়ার অধিকাংশের চাওয়া ভারত-পাকিস্তান ফাইনাল। তবে তাদের চাওয়া পূরণ হতে দিবে না বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

 

বাটলার বলেছেন, ‘হ্যাঁ, আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই না। সুতরাং সেটা যেন না হয়, সেটা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা করবো।’

 

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জিতেছিল ভারত। এরপর দুটি সেমিফাইনাল খেলেই বাদ পড়ে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ২০১৪ সালে ফাইনালে খেলে হেরে যায় প্রথম আসরের চ্যাম্পিয়নরা। পরের আসরে সেমিফাইনাল খেললেও গতবার সুপার টুয়েলভেই শেষ হয়েছে তাদের পথচলা।

 

ভারত প্রসঙ্গে বাটলার বলেন, আমি মনে করি ভারত খুবই শক্তিশালী একটা দল। তারা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে শক্তিমত্তা ধরে রেখেছে। তাদের গভীরতা ও প্রতিভা অনেক। তাদের লাইনআপে চমৎকার কয়েকজন খেলোয়াড় আছে। যে কোনও প্রতিযোগিতার সেমিফাইনালে আপনি একটি কঠিন দলের বিপক্ষেই লড়াই করার প্রত্যাশা করবেন, ভারতও অবশ্যই তেমন একটি দল।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...