ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০০:২১

বাংলাদেশ-জিম্বাবুয়ে। ছবি সংগৃহীত বাংলাদেশ-জিম্বাবুয়ে। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটে বাংলাদেশের পরম বন্ধু বলা হয় জিম্বাবুয়েকে। বাংলাদেশকে যখন সমীহ করতো না খুব একটা কেউ, তখন জিম্বাবুয়ে নিয়মিত সিরিজ খেলতো বাংলাদেশের বিপক্ষে। গত ২৫ বছরে তিন সংস্করণ মিলিয়ে ১১৮ ম্যাচ দুইদল খেললেও কখনো মুখোমুখি হয়নি বিশ্বকাপ মঞ্চে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতি ঘটছে সেই অধ্যায়ের। 

 

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় গ্যাবায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম লড়াইয়ে অবশ্য রোডেশিয়ানদের সমীহ করছে টাইগাররা। 

 

শ্রীধরন শ্রীরাম বলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি। তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ঐ ম্যাচের প্রতিটি বল দেখেছি। যেভাবে তারা পাকিস্তানের বিপক্ষে খেলল এটা অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব তাদের দিতে হবে, পুরো সম্মানও।’

 

বাংলাদেশ নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপেও কি সেই হবে সেরকম কিছু। নাকি দারুণ ছন্দে থাকা সিকান্দার রাজারা লিখবে ভিন্ন গল্প।  

 


বাংলাদেশ-জিম্বাবুয়ের এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১২ বার জয় পেয়েছে বাংলাদেশ। আর বাকি ৭ ম্যাচে জিম্বাবুয়ে। সবশেষ নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতে জিম্বাবুয়ে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...