ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সিডনিতে হিরোর সন্ধানে সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০৪:২১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তারকা খ্যাতির কারণে বিজ্ঞাপনে মাঝে মাঝে কাজ করেন। তবে চলচ্চিত্রে নয়। তারপরও আগামীকাল সিডনিতে অবশ্য হিরোর সন্ধানে থাকবেন সাকিব।


আগামীকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচে ২২ গজের হিরো খুঁজছেন সাকিব। যিনি কিনা ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতাবেন, ম্যাচ জয়ের নায়ক হবেন।


ডাচদের বিরুদ্ধে বল হাতে নায়ক হয়েছিলেন তাসকিন আহমেদ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধেও এমন পারফরমার কাউকে দেখতে চান সাকিব, ‘আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল। ওই হিরো কে হবে?’


তাসকিন-শান্তদের মতো তরুণ ক্রিকেটারদের মাঝেই ম্যাচে ব্যবধান গড়া পারফরমার দেখতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার সিডনিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা সেটা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা পারবে। বোলাররা আগেরদিন যেমন বল করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারবো না? আমরা ফলাফলে যেতে চাই, খেলা উপভোগ করতে চাই, আগ্রাসী থাকতে চাই। রোমাঞ্চকর ক্রিকেট খেলে দিনশেষে হাসিমুখে ফিরে আসতে চাই।’


বৃহস্পতিবার সিডনিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। ডাচদের সঙ্গে জয়ের ছন্দটা এই ম্যাচেও ধরে রাখতে চান সাকিব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। তাই মোমেন্টাম পাওয়া এবং সেটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডে-টেস্টে পারফর্মারের সংখ্যা বেশি থাকে। টি-টোয়েন্টিতে এত বেশি থাকার সুযোগ নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।’

 


প্রোটিয়াদের কাল হারাতে পারলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। অধিনায়ক সেদিকেই নজর দিচ্ছেন, ‘অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এমন একটা ম্যাচ, আমরা যদি ম্যাচটা জিতে যাই তাহলে নিজেদের সামর্থ্য প্রমাণ করার খুব কাছাকাছি চলে যাব। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আবার একইসাথে দক্ষিণ আফ্রিকাও হারতে পারবে না এরকম একটা পরিস্থিতিতে আছে। দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা খেলাটা কতটা উপভোগ করছি এটা আমাদের জন্য বড় ব্যাপার।’

 

 

-নট আউট/এমজেএ/ এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...