ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিধ্বংসী ডেভিডের কাছে জায়গা হারাচ্ছেন স্মিথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০০:১৭

স্টিভেন স্মিথ। ছবি সংগৃহীত স্টিভেন স্মিথ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ যারা নিয়মিত ক্রিকেট দেখে তাদের কাছে অচেনা নয় টিম ডেভিড। বর্তমান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এই সদস্য ফ্র্যাইঞ্চাজি লিগের ধারাবাহিকতা বজায় রেখেছে জাতীয় দলেও। যার কারনেই জাতীয় দলে জায়গা হারাতে চলেছেন স্টিভেন স্মিথ। 

 

অস্ট্রেলিয়ার হয়ে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন ২৭ বলে ৫৪ রানের ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৪২ আর ইংল্যান্ডের সঙ্গে খেলেন ২৩ বলে ৪০ রানের আরো দুটি বিস্ফোরক ইনিংস। মিডল অর্ডারে ডেভিড যেখানে আলো ছড়াচ্ছেন, সেখানে নিষ্প্রভ স্টিভেন স্মিথ। সাবেক এই অধিনায়কের সর্বশেষ চার ইনিংস ৮, ৯, ১৭ ও ৭*। তাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের একাদশে স্মিথ থাকছেন না বলে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

 

স্মিথের জায়গায় টিম ম্যানেজমেন্টের পছন্দ ডেভিড। বেইল বলেন, ‘আমাদের দলের ১৫ জনেরই অবদান রাখার সুযোগ আছে। মনে হয় না স্মিথের সেই সুযোগ আছে (কিউইদের বিপক্ষে একাদশে)। টিম ডেভিড খুব ভালো খেলছে। তবে বিশ্বকাপের কোনো একপর্যায়ে অবশ্যই খেলবে স্মিথ। ’

 

ঘাড়ে ব্যথার জন্য ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলেননি ডেভিড ওয়ার্নার। অলরাউন্ডার মিচেল মার্শও বল করছেন না দীর্ঘদিন। এই দুজনকে নিয়ে অবশ্য শঙ্কা নেই বেইলির, ‘বিশ্বকাপ জিততে অলরাউন্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্শ জানে সেটা। নেটে ২০-৩০টি বল করছে নিয়মিত। আর ওয়ার্নারকে নিয়ে কোনো শঙ্কা নেই। পুরো ফিট হয়ে প্রথম ম্যাচ থেকে খেলবে ও। ’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...