ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়েকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল উইন্ডিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০৪:২৩

দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল বলা হয়ে থাকে ক্যারিবীয়দের৷ একমাত্র দল হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তিও রয়েছে কেবল তাঁদেরই দখলে। সেই ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কল্পনা করাও ছিল দুঃস্বপ্নের মতো৷ যদিও স্কটিশদের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ক্যারিবীয়দের সুপার টুয়েলভে উঠা পড়েছিল শঙ্কার মুখে।

মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল উড়তে থাকা জিম্বাবুয়ে৷ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (১৯ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১৫৩ রানের সংগ্রহ গড়তে পেরেছিল ক্যারিবীয়রা। লক্ষ্য তাড়ায় বিধ্বংসী শুরুই করেছিল জিম্বাবুইয়ানরা। তাতেই জেগেছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে এই যাত্রায় বেঁচে যায় ক্যারিবীয়রা। আলজেরি জোসেফদের তোপে ১২২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩১ রানের জয়ে সুপার টুয়েলভের আশাও তাই বেঁচে থাকল হোল্ডার-পুরানদের।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই ঝড় তোলেন দুই জিম্বাবুয়ে ওপেনার রজিস চাকাভা ও ওয়েসলে মাধভেরে। তাতেই ইনিংসের প্রথম দুই ওভারেই তাঁরা সংগ্রহ করে ২৯ রান। ১৩ রান করা চাকাভার বিদায়ে ভাঙে এই জুটি৷ এরপর অবশ্য ক্যারিবীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। 

এক পর্যায়ে দলীয় ৬৪ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ দিকে লুক জঙ্গের এক প্রচেষ্টায় বৃথা যায় আলজেরি জোসেফের বোলিং তোপে। শেষ পর্যন্ত ১২২ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ফলে ৩১ রানের বড় জয়ে বিশ্বকাপে টিকে থাকল ক্যারিবীয়দের আশা।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জঙ্গে। এছাড়া মাধভেরের ব্যাট থেকে আসে ২৭ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ। এছাড়া জেসন হোল্ডার নেন ৩ উইকেট। 

এর আগে টস জিতে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩ চার ও ২ ছক্কায় ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস। এছাড়া রভম্যান পাওয়েল করেন ২৫ রান। আকিল হোসেন অপরাজিত থাকেন ২৩ রান করে। জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। মুজারাবানির শিকার ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...