ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

যেকোনো কন্ডিশনে ১৬০ রান তাড়া করতেই হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৭:১৯

মোসাদ্দেক হোসেন সৈকত। ফাইল ছবি মোসাদ্দেক হোসেন সৈকত। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ টি-২০ তে ব্যাটিংয়ের সুরতাল-লয় কিছুই যেন নেই বাংলাদেশের ব্যাটিংয়ে। ব্যাটসম্যানরা একটু ভালো বোলিংয়ের বিপক্ষে খেলতে নামলেই পথ হারিয়ে বসছেন। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে আরেকবার ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আফগানদের ১৬০ রানের জবাবে বাংলাদেশ একশো রানই করতে পারেনি। টাইগাররা করেছে ৯৮ রান।

ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করা মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, কন্ডিশন যেমনই হোক, সেটা অস্ট্রেলিয়া বা বাংলাদেশে হোক, টি-২০ তে জিততে হলে ১৬০ রান করতেই হবে। সোমবার এই রান তাড়া করতে না পারাকে ব্যর্থতা হিসেবেই মানছেন মোসাদ্দেক। 

সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে হারের তিনি বলেছেন, ‘১৬০ আপনার চেজ করতেই হবে, সেটা অস্ট্রেলিয়া হোক কিংবা বাংলাদেশে। যেকোনো কন্ডিশনে আপনাকে ১৬০ চেজ করতেই হবে। একজন খেলোয়াড় হিসেবে বলব যদি প্রথমেই ২০ রানে ৩-৪ উইকেট হারিয়ে ফেলেন, তাহলে এখান থেকে ফিরে আসা খুবই কঠিন দলের জন্য।’

ব্যাটিংয়ের সমস্যা আসলে কোথায় হচ্ছে? মোসাদ্দেকের উত্তর ‘ইমপ্যাক্ট ফেলেন বা এক্সিকিউশন যাই বলেন এগুলো আসলে খারাপ কিছু না। ক্রিকেটে অবশ্যই এগুলো খুব ভালো কথা যদি আমরা তা এক্সিকিউট করতে পারি। যেহেতু আমরা এক্সিকিউট করতে পারছি না তাই আমরা দল হিসেবে ভালো করতে পারছি না। টি-টোয়েন্টিতে ম্যাচে যদি ২০ রানে ৪ উইকেট পড়ে যায় সে জায়গা থেকে ব্যাক করা খুব কঠিন সেটা যদি ১২০ কিংবা ১৬০ যাই চেজ করি না কেন। তো এই জায়গাতে যদি আমরা প্ল্যান এক্সকিউট করতে পারি আমরা দল হিসেবে ভালো করব।’ 

মোসাদ্দেকের মতে, দল হিসেবে বাজে সময় যাচ্ছে বাংলাদেশের। এ সময় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব দিলেন তিনি, ‘আমরা ১৬০ রানের ভেতর একটা দলকে রাখতে পারছি, এই রানটা তো আমাদের চেজ করা উচিৎ। আমি তো আগেও বললাম আমরা আসলে দল হিসেবে ভালো করতে পারছি না। এই সময়ে আমাদের টিম মেইট কিংবা সার্পোট স্টাফ যারা আছে একসঙ্গে থাকা এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সবার একসঙ্গে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে আমি মনে করি একসঙ্গে থাকলে দল হিসেবে আমরা যখন ভালো করা শুরু করব অবশ্যই আমরা অনেক ভালো কিছু করব।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...