ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটকে ভালোবেসে যাও, ক্রিকেটও ভালোবাসা ফিরিয়ে দেবে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ১৫:২১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের। বাবার কোটায় নয়, নিজ সামর্থ্য বাস্তবায়নে এই সুযোগ পেয়েছেন অর্জুন। ২০২১ সালে মুম্বাই তাকে কিনেছিল ভিত্তিমূল্যতে। এরপর দুই আসর ছিলেন দলটির ডাকআউটে। এবার অপেক্ষার পালা শেষ তার। 

 

বাবা শচীনের মত ছেলে অর্জুন ব্যাটিং বিভাগে দূর্দান্ত নয়। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সম্ভাবনা থাকায় সে একজন অলরাউন্ডার বটে। যার ফলেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারেই অর্জুনকে দিয়ে আক্রমণ চালিয়েছেন মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব।

 

ছেলের অভিষেকে খুশি শচীন। তবে অভিনন্দন জানানোর পাশাপাশি করেছেন সতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে করা পোস্টে শচীন লিখেছেন, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’

 

অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলীও। গাঙ্গুলী বলেন, ‘মুম্বাইয়ের হয়ে অর্জুনকে খেলতে দেখে খুব খুশি হলাম। ওর চ্যাম্পিয়ন বাবা নিশ্চই গর্বিত হবে। ওর জন্য অনেক শুভেচ্ছা।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...