‘ভারতের ভবিষ্যৎ অধিনায়ক শ্রেয়াস’
প্রকাশিত: ২৭ মে ২০২৪ ২২:১০
নট আউট ডেস্কঃ বিসিসিআইয়ের শর্ত ভঙ্গ করে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবে আইপিএলে দশ বছর পর কলকাতা নাইট রাইর্ডাসকে চ্যাম্পিয়ন করার নায়কও তিনি। এই ডানহাতি ব্যাটারকে রোহিত পরবর্তী ভারতের অধিনায়ক হিসেবে দেখছেন রবিন উথাপ্পা।
উথাপ্পা বলেন, ‘আমি এখানে এটি বলতে চাই যে, ভবিষ্যতে সে (শ্রেয়াস আয়ার) ভারতের অধিনায়ক হতে চলেছে। আমি মনে করি সেই পরবর্তী টিম ইন্ডিয়ার অধিনায়ক। হয়তো শুভমন গিলের চেয়েও এগিয়ে থাকবে শ্রেয়াস। একটি দলে সবার মন জয় করার চরিত্র এবং উপায় তার জানা আছে। আমার মনে হয় এই আসরে সে অনেক কিছু শিখেছে।’
উথাপ্পা আরও বলেন, ‘অনেক কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরেও, পিঠের চোট, বিশ্বকাপে ব্যর্থতা, কেন্দ্রীয় চুক্তি না পাওয়া – তার সঙ্গে কী ঘটছে তা নিয়ে অনেক জল্পনা ছিল। আমি মনে করি ফাইনালের ঠিক আগে সে এটা নিয়ে কথা বলেছে। তার ফলে বোঝা যায় যে, সে নিজের জন্য এবং যে দলের হয়ে খেলবেন তাদের জন্য সে কী করবে, সেটা সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা রয়েছে।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: