ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সাইমের অভিষেক, বাদ পড়লেন শাহিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৪ ১২:০৮

অভিষেক হচ্ছে সাইম আইয়ুবের। গেটি ইমেজ অভিষেক হচ্ছে সাইম আইয়ুবের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই খুইয়েছে সফরকারী পাকিস্তান। অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে গত প্রায় দুই যুগ ধরেই কোন টেস্ট জেতেনি পাকিস্তান। সিডনিতে তাই ধবলধোলাই এড়ানোর ম্যাচে পাকিস্তানের সামনে সেই হারের বলয় ভাঙার।

সিডনিতে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টের জন্য এবার দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে দলে রাখা হয়নি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। অভিষেক হতে যাচ্ছে তরুণ ওপেনার সাইম আইয়ুবের। সিডনি টেস্টের দলে একাধিক পরিবর্তন এনেছে সফরকারীরা।

ধবলধোলাই এড়ানোর মিশনে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান। টানা ব্যর্থতার জের ধরে দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইইমাম-উল-হক। তাতেই অভিষেক হতে যাচ্ছে আরেক ওপেনার সাইম আইয়ুবের। অস্ট্রেলিয়া সফরে নামের প্রতি সুবিচার করতে পারেনি তারকা পেসার শাহিন আফ্রিদিও। তার পরিবর্তে বাড়তি একজন স্পিনার নিয়েই মাঠে নামছে পাকিস্তান। দলে ফিরেছেন স্পিনার সাজিদ খান।

সাইম আইয়ুবের পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে আগেই। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে গত বছরই অভিষেক হয়েছে তার। এবার ক্রিকেটের বনেদী ফরম্যাটেও দেশের জার্সি গায়ে ছাপাতে যাচ্ছেন এই তরুণ ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই মাঠে নামছেন তিনি। যেখানে লাল বলে প্রায় ৪৭ গড়ে রান করেছেন হাজারের বেশি। নামের প্রতি তিন সেঞ্চুরি সঙ্গে রয়েছে তিন হাফ সেঞ্চুরিও।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সাজিদ খান, হাসান আলি, মির হামজা ও আমের জামাল। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷