ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আফ্রিদি নয়, রিজওয়ান নেতৃত্বে যোগ্য দাবিদার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৪ ১১:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর নেতৃত্বে বড় পরিবর্তন নিয়ে এসেছে পাকিস্তান। টেস্টে শান মাসুদের পাশাপাশি টি-টোয়েন্টিতে নিয়ে আসা হয়েছে শাহিন আফ্রিদিকে। তবে আফ্রিদিকে অধিনায়ক করা ভালোভাবে নেননি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শাহীনকে ভুলবসত অধিনায়ক করা হয়েছেও বলে মন্তব্য করেন তিনি। 

 

শাহীনের জায়গা মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক হিসেবে আশা করেছিলেন আফ্রিদি। রিজওয়ান অধিনায়ক পাওয়ার যোগ্য দাবিদার বলেও মন্তব্য করেছেন তিনি। 

সম্প্রতি অস্ট্রেলিয়াতে নিজের ফাউন্ডেশনের প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷