জিম্বাবুয়ে ঐতিহাসিক দিবা-রাত্রির ম্যাচ, নায়ক সিকান্দার রাজা
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩ ১১:০৩
নট আউট ডেস্কঃ ৭ ডিসেম্বর জিম্বাবুয়ে ক্রিকেটে ঐতিহাসিক একটা দিন। এদিনের আগে ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ২৯৩টি ওয়ানডে, ৬৫টি টেস্ট, ৬৭ টি-টোয়েন্টি; মেয়েদের টি-টোয়েন্টি ২০টি ও ওয়ানডে ১০টি।
সবমিলিয়ে ম্যাচ সংখ্যা দাঁড়ায় ৪৫৫টি। এতগুলো ম্যাচের একটিও ছিল না দিবারাত্রিতে। এবার প্রথম দিবারাত্রির ম্যাচ আয়োজন করেছে জিম্বাবুয়ে। যেখানে আবার ম্যাচের শেষ বলে গিয়ে জয়ও পেয়েছে জিম্বাবুয়ে। এ ম্যাচে জয়ের নায়ক সিকান্দার রাজা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে জিম্বাবুয়ে। ইতিহাসের অংশ হতে পেরে খুশি রাজা।
রাজা বলেন, ‘ইতিহাসের অংশ হয়ে ভালো লাগছে, সমর্থকদের ধন্যবাদ।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: