ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল খেলা হচ্ছে না আর্চারের !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ১১:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্যারিয়ারে লম্বা একটা সময় ইনজুরির সাথে কাটিয়েছেন জোফরা আর্চার। এই ইনজুরির কারণে ইংল্যান্ড দলে দেখা যায়না নিয়মিত। ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট বিবেচনায় আসন্ন আইপিএলে ছাড়পত্র পাবেন না পেসার জোফরা আর্চার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ফিট আর্চারকে চায় ম্যানেজম্যান্ট। যার কারণে তিনি অনুমতি পাবেন না আইপিএলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কী।

তিনি বলেন, আমরা যেকোনো অবস্থায় তাকে (আর্চারকে) ফিট এবং ইংল্যান্ডের হয়ে খেলতে দেখতে চাই।

২০২৩ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ের খেলার সময় কনুইয়ে চোট পান আর্চার। এর পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দেখা যায়নি ডানহাতি এই বোলারকে। যদিও ভারত বিশ্বকাপের সময় রিজার্ভ হিসেবে দলের সাথেই ছিলেন তিনি। কিন্তু তাতে সমস্যা বাড়লো বই কমলো না। অনুশীলন চলাকালীন আবারও ব্যথা ফিরে আসে তার। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দেশে ফিরে যান তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷