ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত ইস্যুতে আইসিসির কাছে পাকিস্তানের ক্ষতিপূরণ দাবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ১৫:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের চাহিদা পূরণে পুরো টূর্ণামেন্ট নিজ দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান। একপ্রকার পাকিস্তানকে বাধ্য করেই সহযোগী আয়োজক করা হয়েছিল শ্রীলঙ্কাকে। 

 

বছর দুয়েক পর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের আপত্তিতে ভবিষ্যতে বিপাকে পড়তে পারে পিসিবি। তাই শঙ্কা থেকে  আন্তর্জাতিক ক্রিকেটরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৭ নভেম্বর) পিসিবির একটি বিশ্বস্ত সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় ভারতের আপত্তি থাকলে আইসিসিকে স্বাধীন নিরাপত্তা সংস্থা গঠন করার প্রস্তাব দিয়েছে পিসিবি।

পিসিবির সূত্রে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব দিলেও সেই চুক্তি সই করেনি আইসিসি। কিন্তু বিশ্বকাপ শেষের পর দ্রুতই চুক্তি সই করিয়ে নিতে চাইছে পাকিস্তান। সেই উদ্দেশে আইসিসির প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও সিইও সালমান নাসির।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷