ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

জামাইকে অধিনায়ক বানাতে শ্বশুর আফ্রিদির বিরুদ্ধে লবিংয়ের অভিযোগ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩ ১০:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। বাবরের নেতৃত্ব ছাড়ায় শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। শাহিনকে অধিনায়ক করতে শহিদ আফ্রিদি লবিং করেছেন বলে  গুঞ্জন উঠেছে। 

 

লবিং ব্যাপারে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি স্থানীয় একটি নিউজ চ্যানেলে বলেন, ‘আমি সবসময় মোহাম্মদ রিজওয়ানের পক্ষে ছিলাম। শপথ করে বলছি, আমি কখনো শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার কথা বলিনি, লবিংও করিনি। এসবের সঙ্গে আমি জড়িত নই।’

আফ্রিদি আরও বলেন, ‘আমি বলেছিলাম বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত নয়। আমি শাহিন শাহকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে চেয়েছিলাম। অথচ শেষ পর্যন্ত তাই হলো।’

 

-নট আউট/এমআরএস

 

-



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷