ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩ ১৬:৫৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে নিজ দেশের সমর্থকদের হতাশ করেছে পাকিস্তান। তবে যথারীতি বল হাতে নিজের কাজটা করে যাচ্ছেন শাহিন আফ্রিদি। ১৬ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে থাকা আফ্রিদি পেয়েছেন সুখবর। ধারাবাহিক পারফরম্যান্সে উঠে এসেছেন ওয়ানডে র‌্যাংঙ্কিয়ের নাম্বার ওয়ানে। 

ওয়ানডেতে বছর পাঁচেক আগে অভিষেক হয়েছিল আফ্রিদির। এই সময়ে ত্রাস সৃষ্টি করেছেন তিনি। ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষে উঠলেন তিনি। আফ্রিদির র‌্যাটিং পয়েন্ট ৬৭৩। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। তাও মাত্র ৫১ ইনিংসে। ওয়ানডে ইতিহাসের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। পেসার হিসেবে তার চেয়ে এগিয়ে আছেন শুরু মিচেল স্টার্ক।

এদিকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবারের বিশ্বকাপে সেরা ফর্মে নেই বাবর। তিনি ৩০.৮৫ গড়ে ২১৬ রান করেছেন মাত্র। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শুভমান গিল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷