ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ১১:১৮

হতাশ যুবেন্দ্র চাহাল। ছবি সংগৃহীত হতাশ যুবেন্দ্র চাহাল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জিততে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অনুপ্রেরণা খুঁজে ২০১৯ বিশ্বকাপ থেকে। সে আসরে দারুণ ক্রিকেট খেলেছিল ভারত। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারতের সেই দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন যুবেন্দ্র চাহাল। ভারতীয় এই লেগস্পিনার এবার নেই বিশ্বকাপ দলে। অবশ্য বিশ্বকাপে দলের বাইরে থাকা অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 

 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পায়নি চাহাল। ভারত ইতিহাসে অন্যতম সেরা লেগস্পিনারদের একজনও তিনি। 

চাহাল বলেন, 'আমি বুঝতে পারছি মাত্র ১৫ জন প্লেয়ার থাকবে। কারণ এটা বিশ্বকাপ। যেখানে আপনি ১৭-১৮ জন নিতে পারবেন না। আমার কিছুটা খারাপ লাগছে। কিন্তু আমার কাজ হবে ঘুরে দাঁড়ানো। এটা আমার জন্য অভ্যাস হয়ে গেছে এখন। এ নিয়ে তিনটি বিশ্বকাপ হতে চলেছে।'

ভারতীয় দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। এছাড়াও অলরাউন্ডার কোঠায় রয়েছেন রবীন্দ্র জাদেজা। এই সমীকরণেই মূলত জায়গা হয়নি চাহালের। ৎ

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷