ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বান্তনার জয়ে ধবলধোলাই এড়াল অজিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫

জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গেটি ইমেজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিরাট কোহলি - রোহিত শর্মাদের বিশ্রামে পাঠিয়ে তিন ম্যাচের সিরিজ এক মচ আগে হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ভারত। ফলে সিরিজের তৃতীয় ওয়ানডে অজিদের জন্য হয়ে দাঁড়ায় হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। এমন ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শেষ করল অজিরা।

রাজকোটে এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রানের পাহাড় গড়ে সফরকারী অস্ট্রেলিয়া। চার রানের জন্য শতক মিস করেন মিচেল মার্শ। হাফ সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেন। জবাব দিতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফ সেঞ্চুরি পারেনি ভারতের হার এড়াতে। গ্লেন ম্যাক্সওয়েলের স্পিন ভেল্কিতে গুটিয়ে যায় ২৮৬ রানেই। ফলে ৬৬ রানের জয় তুলে নেয় অজিরা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷