ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ০৫:২৭

সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে ৪০ রান। গেটি ইমেজ সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে ৪০ রান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বৃষ্টি আইনে আগের ম্যাচে ২ রানের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারী ভারত। এদিন তাই জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল সফরকারীদের সামনে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিল না স্বাগতিক আয়ারল্যান্ডের সামনে। এমন সমীকরণের ম্যাচে ডাবলিনে মুখোমুখি হয়েছিল এই দুই দল। 

ডাবলিনে এদিন টস হেরে আগে ব্যাট করা ভারত ৫ উইকেট হারিয়ে গড়ে ১৮৫ রানের পাহাড়। ফিফটি তুলে নেন ওপেনার রুতুরাজ গাইকোয়াদ। এছাড়া ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং। জবাব দিতে নেমে ওপেনার অ্যান্ড্রু বালবার্নি ছাড়া বাকিরা দিয়েছেন ব্যর্থতার পরিচয়। তাতেই ৮ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন বার্লবার্নি। ৩৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷