ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

‘অলিম্পিকে এক দৌড়েই সোনা জিততে হয়’– রোহিতকে কামিন্সের খোঁচা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ০৩:৫৯

ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স। গেটি ইমেজ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অজিরা। এর আগে গত আসরেও ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। টানা দুই ফাইনালে হেরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিন ম্যাচ ফাইনালের দাবি করেছেন। ভারতীয় অধিনায়কের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরের ফাইনাল এক ম্যাচের হওয়া উচিত নয়। রোহিতের এমন মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মেতেছে নেটিজেনরা।

এবার ভারতীয় অধিনায়কের এমন চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে খোঁচা মেরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার কোনো সমস্যা নেই (তিন ম্যাচের ফাইনাল)। ৫০ ম্যাচের সিরিজও হতে পারে। তবে অলিম্পিকে এক দৌড়েই কিন্তু সোনার পদক জিততে হয়। অস্ট্রেলিয়ান ফুটবল ও রাগবি প্রতিযোগিতারও ফাইনাল হয়। খেলা তো এটিই।’

টানা দুই বছর ধরে পরিশ্রম ও ধারাবাহিক পারফর্ম করেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয়। তাই রোহিতের এমন দাবিকে উড়িয়ে দিয়ে, নিজের উত্তরের পক্ষে যুক্তিও দিয়েছেন কামিন্স। অজি অধিনায়কের মতে, ‘ফাইনালে উঠতে পৃথিবীর সব জায়গায় জিততে হয়। এক চক্রে ২০টি টেস্ট ম্যাচ খেলতে হয়। আমরা এই ২০ টেস্টের মধ্যে তিন বা চারটি টেস্টে শুধু হেরেছি। আমাদের দলের খেলোয়াড়েরা পুরো প্রতিযোগিতায় চমৎকার খেলেছে। আমরা এই প্রতিযোগিতার চাপের সঙ্গে নিজেদের ভালোভাবে খাপ খাওয়াতে পেরেছি বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা খুবই তৃপ্তির।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷