ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

রোহিতের চাওয়া ফাইনাল হোক তিন ম্যাচের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০৪:০৪

রোহিত শর্মা। ফাইল ছবি রোহিত শর্মা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দুই ফাইনালে খেলেছে ভারত। তবে দু'বার হারতে হয়েছে রোহিত-কোহলিদের। ওভাল আজ অজিদের বিপক্ষে টেস্টের পঞ্চম ও শেষ দিনে প্রথম সেশনেই গুটিয়ে যায় ভারত৷ ফলে ২০৯ রানে বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে গতবার কিউইদের বিপক্ষেও ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।

গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল ইংল্যান্ডের সাউদাম্পটনে, এবার হয়েছে ইংল্যান্ডেরই দ্য ওভালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে লর্ডসে অর্থাৎ ইংল্যান্ডে। আর তা নিয়েই ঘোরতর আপত্তি জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার ভাষ্যমতে, কেন জুনেই ফাইনাল (টেস্ট চ্যাম্পিয়নশিপ)হতে হবে? কেন ইংল্যান্ডেই হবে খেলা?

ফাইনাল হারের পর সেই দাবি তুলে ভারতীয় অধিনায়ক বলেন, ‘জুন মাসেই শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। এর কোনও মানেই নেই। আর এটি শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের যে কোনও জায়গায় খেলা যেতে পারে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে এক ম্যাচের। তবে ভারতীয় অধিনায়ক মনে করেন, ফাইনাল তিন টেস্টের হওয়া উচিত। রোহিত শর্মা আরও বলেছেন, ‘গত দু'বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷