ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটার দ্রাবিড় কিংবদন্তি, কোচ হিসেবে বিগ ‘জিরো’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ২০:৩০

ভারতের হেড কোচ রাহুলের দ্রাবিড়ের সঙ্গে বিরাট কোহলি। গেটি ইমেজ ভারতের হেড কোচ রাহুলের দ্রাবিড়ের সঙ্গে বিরাট কোহলি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন পর্যন্ত ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। প্রথম দিন থেকেই দলের একাধিক বিস্ময়কর সিদ্ধান্তে তোপের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাদের। যার শুরুটা হয়েছিল টস জেতার মধ্য দিয়ে। ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো অনেকেই ভালো চোখে নেয়নি। এরপর টেস্টের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে না রাখায়, ভারতীয় দল জন্ম দিয়ে আলোচনার।

এই দুটি সিদ্ধান্তে ম্যাচ চলাকালীন তোপের মুখে পড়তে হয়েছে রোহিতদের। এই নিয়ে সাবেক ভারতীয়রা করছে নেতিবাচক সমালোচনা। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলিও ভারতীয় ম্যানেজমেন্টকে রীতিমতো করেছে আক্রমণ। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দিয়েছেন বিগ জিরো।

নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের একজন বড় ভক্ত, সবসময় ছিলাম এবং থাকব। তিনি ক্লাস প্লেয়ার এবং কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে তিনি একেবারেই শূন্য। শুধু আমাকে উত্তর দিন। ভারত যখন অস্ট্রেলিয়া সফর করেছিল, উইকেট কি একই ছিল? তাদের বাউন্সি পিচ ছিল, তাই না? সে কি ভাবছিল সেটা নিজেই জানে।’

টস জিতে ফিল্ডিং নেওয়াটাকে ভালো চোখে নেননি বাসিত আলি। তার মতে ১২০ ওভার ফিল্ডিং করে গুটিকয়েক ক্রিকেটারকেই তিনি ব্যাটিং করার জন্য ফিট দেখেছেন, বাকিদের মনে হয়েছে ক্লান্ত। তিনি আরও বলেছেন, ‘ভারত ম্যাচটা হেরেছে যখন তারা বল করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুর দুই ঘন্টায় যে ধরনের বোলিং প্রদর্শনে ছিল তা ঠিক আইপিএলের মতোই। প্রথম দিনে লাঞ্চ করে ভারতীয় বোলারদের মনে হচ্ছিল যেন তারা ম্যাচ জিতেছে। ভারত এখন যা করতে পারে তা হল অস্ট্রেলিয়াকে অল্পতেই আউট করা এবং চতুর্থ ইনিংসে একটি অলৌকিকতার আশা করা। ভারত যে ১২০ ওভার ফিল্ড করেছিল, আমি দেখেছি মাত্র ২-৩ জন খেলোয়াড় ফিট - রাহানে, কোহলি এবং জাদেজা। বাকিদের ক্লান্ত লাগছিল।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷