ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বোলার আফ্রিদিকে গুরুত্ব দিচ্ছেন শ্বশুর আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ২২:৪১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচের শেষ ওভারে তান্ডব চালিয়েছেন শাহিন আফ্রিদি। নিজের গুরু দায়িত্ব বল হাতে নয়, এই তান্ডব ছিল ব্যাট হাতে। তার এমন ব্যাটিং টুইটারে শেয়ার করেছিলেন শাদাব খান। শাদাবের করা ব্যাটিংয়ে জামাই আফ্রিদিকে পরামর্শ দিয়েছেন শ্বশুর আফ্রিদি। 

শাদাবের টুইটের আফ্রিদি লিখেছেন, শাহীনের কাছ থেকে আমার প্রত্যাশা প্রথমে বল নিয়ে পারফর্ম করুক, কারণ পাকিস্তান তার প্রাথমিক সাফল্যের (ব্রেক থ্রো) উপর নির্ভর করে। আমি জানি, সে তার ব্যাটিংয়েও কঠোর পরিশ্রম করছে এবং আমরা দেখেছি সে কী করতে পারে,’ বলেন সাবেক অধিনায়ক।

বোলিংয়ের পাশাপাশি পাকিস্তান দলকে ব্যাটিংয়েও সাহায্য করতে চান আফ্রিদি। এমন কথা জানিয়েছিলেন আগেই। 

আফ্রিদি বলেছিলেন, ‘আমি ধীরে ধীরে ব্যাটিংয়ের শিল্প শিখছি, যাতে এটি পাকিস্তানকে সাহায্য করে। আমি আমার ব্যাটিং অবস্থান নির্বিশেষে পাকিস্তানের জন্য ম্যাচ জিততে চাই।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷