ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে লঙ্কানদের দাপটে চাপে কিউইরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০১:৩৯

চালকের আসনে শ্রীলঙ্কা। গেটি ইমেজ চালকের আসনে শ্রীলঙ্কা। গেটি ইমেজ

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে প্রায় দুইশ রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৫৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমে, এদিন বোর্ডে দেড় শ জমা করতেই টিম সাউদির দল খুইয়েছে ৫ উইকেট। 

ক্রাইস্টচার্চ দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা, খুব একটা এগুতে পারেনি। আগের দিনের ৩০৫ রানের সঙ্গ এদিন আরও ৫০ রান যোগ করেই গুটিয়ে যায়। ফলে, প্রথম ইনিংসে সফরকারীরা থামে ৩৫৫ রানে। আগের দিন অপরাজিতা থাকা ধনাঞ্জয়া সিলভা করেন ৪৬ রান। এছাড়া কাসুন রাজিথা করেন ২২ রান। কিউইদের পক্ষে টিম সাউদি ৫ টি ও ম্যাট হেনরি নেন ৪টি উইকেট। 

৩৫৫ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা কিউইরা, দুই ওপেনারের ব্যাট উড়ন্ত সূচনা পায়। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়ে ও টম ল্যাথাম করেন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপরেই দাপট দেখান লঙ্কান বোলাররা। ৯ রানের ব্যবধানে কিউইদের তুলে নেয় ৩ উইকেট। 

৩০ রান করা ওপেনার ডেভন কনওয়েকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এরপর জোড়া আঘাত হানেন লাহিরু কুমারা। তুলে নেন কেন উইলিয়ামসম ও হেনরি নিকোলসের উইকেট। দ্রুত তিন উইকেট খুইয়ে চাপে পড়া কিউইদের হাল ধরার চেষ্টা করেন টম ল্যাথাম ও ড্যারিল মিচেল। 

এই দু'জনের ব্যাট চড়ে দলীয় একশ পার করে নিউজিল্যান্ড। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। দলীয় ১৩৪ রানের মাথায় কিউইরা হারায় ল্যাথামের উইকেট। ফেরার আগে ৭ চারে ৬৭ রান করেন এই ওপেনার। এরপর দিনের খেলা শেষ হওয়ার আগ মূহুর্তে টম ব্ল্যান্ডেলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

দিনের বাকিটা সময় মিচেল ব্রেসওয়েলকে নিয়ে কাটিয়ে দেন ড্যারিল মিচেল। দিন শেষ করার আগে কিউইরা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬২ রান। পিছিয়ে এখনও ১৯৩ রানে। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। শ্রীলঙ্কার পক্ষে কুমারা ও ফার্নান্দো নেন ২টি করে উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷