ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সেরা ক্রিকেটার নয়, চমৎকার বন্ধু হিসেবে শচীনের হৃদয়ের ওয়ার্ন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২০:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ লেগ স্পিন জাদুতে সকলকেই ভালোবাসতে বাধ্য করেছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির প্রথম মৃত্যু বার্ষিকী ছিল গতকাল। ২০২২ সালের ৪ মার্চ মারা যান ওয়ার্ন। প্রিয় বন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার। 

 

টুইটারে টুইট করে 'ভারতীয় কিংবদন্তি' লিখেছেন, 'মাঠে আমরা বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ খেলেছি। একইভাবে স্মরণীয় বেশ কিছু মুহূর্তও কাটিয়েছি। আমি তোমাকে একজন সেরা ক্রিকেটার হিসেবেই নয়, একজন চমৎকার বন্ধু হিসেবেও মিস করবো।'


টেন্ডুলকার আরো লিখেছেন, 'আমি নিশ্চিত তোমার রসবোধ ও ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক করে তুলেছো।'

ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি স্পিনারদের একজন ওয়ার্ন। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন। ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট শিকার করেছেন এই অজি কিংবদন্তি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷