ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণা লঙ্কানদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৯

দলে ফিরেছেন লাহিরু কুমারা। ফাইল ছবি দলে ফিরেছেন লাহিরু কুমারা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে উড়াল দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে লঙ্কানরা। আসন্ন এই দুই টেস্টের সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে একাধিক নতুন মুখের পাশাপাশি, একাধিক তারকা ক্রিকেটার ফিরেছেন দলে।

আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য দুই আনক্যাপড নিশান মাদুশকা, মিলাম রথনায়েককে স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা। এছাড়া দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা ও চামিকা করুনারত্নে। সবশেষ গত বছরের মার্চে লঙ্কানদের সাদা পোশাকে খেলেছিলেন কুমারা, অন্যদিকে ২০১৯ সালের পর দলে ফিরেছেন চামিকা।

দুই টেস্টের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে থাকা দুই দলের জন্যই সিরিজটি হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। কিউইদের ঘরের মাটিতে ধবলধোলাইয়ের স্বাদ দিতে পারলে অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে, ফাইনাল খেলার পথ অনেকটাই মসৃণ হবে দিমুথ করুনারত্নের দলের।

আগামী ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে লঙ্কানরা। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট শুরু হবে ৯ মার্চ। আর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ মার্চ।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, প্রবাথ জয়সুরিয়া, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, অসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রথনায়েক।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷