ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মতির ‘১৩’ উইকেট শিকারে ইনিংস হার জিম্বাবুয়ের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৮

সিরিজ হারল জিম্বাবুয়ে। গেটি ইমেজ সিরিজ হারল জিম্বাবুয়ে। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ তিন দিনেই শেষ হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বুলাওয়ে টেস্ট। ক্যারিবীয় বোলারদের দাপটে ইনিংস হার সঙ্গী হয়েছে স্বাগতিকদের। ফলে, দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতল সফরকারীরা।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ১১৫ রানের জবাবে, ক্যারিবীয়ানদের প্রথম ইনিংস থামে ২৯২ রানে। ১৭৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে করতে পারেনি খুব একটা সুবিধা। ফের গুদাকেশ মতির তোপে ১৭৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে, ইনিংস ও ৪ রানের জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মতি, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। 

৮ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ, ২ রান তুলতেই হারায় বাকি দুইটি উইকেট। জিম্বাবুয়ের পক্ষে ভিক্টর নিয়াচি নেন ৫ উইকেট। এছাড়া ব্র‍্যান্ডন নেন ৩ উইকেট। 

১৭৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে করতে পারেনি খুব একটা সুবিধা। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। গুদাকেশ মতির তোপে দলীয় একশ পার করতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ওপেনার ইনোসেন্ট কাইয়া ও অধিনায়ক ক্রেইগ আরভিন। 

৭ চারে কাইয়া ফিরেন ৪৩ রান করে। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আরভিন খেলেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। বাকিদের মধ্যে কেবল ব্র‍্যান্ডন মাভুতাই ছুঁতে পারেন দুই অঙ্কের ঘর৷ শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস হার সঙ্গী হয় দলটির। ক্যারিবীয়দের পক্ষে ৬২ রান খরচায় একাই ৬ উইকেট শিকার করেন গুদাকেশ মতি। দুই ইনিংস মিলিয়ে এই স্পিনার নেন ১৩ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷