ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

১২ হাজারী ক্লাবে নাম লেখালেন শোয়েব মালিক 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ০৬:৪৯

শোয়েব মালিক। ছবি সংগৃহীত শোয়েব মালিক। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নব্বই দশকের শেষ ভাগে স্বীকৃত ক্রিকেটে নাম লিখিয়েছিলেন পাকিস্তান গ্রেট শোয়েব মালিক। জাতীয় দলের হয়ে না খেললেও ৪১ বছর বয়সেও ছুঁটে চলেছেন বাইশ গজে। ক্যারিয়ার জুড়ে অনেক রেকর্ডের মালিক হয়ে থাকা শোয়েব এবার গড়লেন আরেক কীর্তি। টি-টোয়েন্টির ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজারী ক্লাবে প্রবেশ করলেন এই পাকিস্তানি। 

 

শ্রীলংকায় চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছেন মালিক। কলম্বো স্ট্রার্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে খেলেছেন ৩৫ রানের ইনিংস। এই রানের মধ্য দিয়ে ১২ হাজার রান পূরণ হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

 

টি-টোয়েন্টিতে ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। তার চেয়ে তিন ইনিংস কম খেলে ১২ হাজার ৩৪ রান করেছেন শোয়েব মালিক। ৫৪৫ ইনিংস খেলে ১১ হাজার ৯১৫ রান করে অবসরে গেছেন ক্যারিবীয় আরেক তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড।

 

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৩৪৩ ইনিংসের ১১ হাজার ৩২৬ রান করেছেন। তালিকার পঞ্চম পজিশনে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ৩৩৬ ইনিংসে ১১ হাজার ৮০ রান করেছেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷